Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকীতে রংপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রংপুর।
বিস্তারিত

আজ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতির পিতা ও তার নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর মহোদয়। তখন ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দসহ নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর রংপুর জেলা স্কুল হতে শোক র‌্যালি শুরু হয়ে, টাউনহল রংপুরে সমাপ্ত হয়। সেখানে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে, জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে। জনাব আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; এ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুরসহ রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। এবং বাদ আছর পুলিশ লাইন্স, রংপুর মসজিদে, ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/08/2022
আর্কাইভ তারিখ
15/08/2022