Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঐতিহ্যবাহী জনপদ। বর্তমানে এই জেলা ১৫০৩' থেকে ২৬০০' উত্তর অক্ষাংশ এবং ৮৮৫৭' থেকে ৮৯৩২' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। রংপুর জেলার উত্তরে লালমনিরহাট, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণ-পূর্বে গাইবান্ধা, উত্তর-পশ্চিমে নীলফামারী এবং দক্ষিণ-পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত। তিস্তা নদী উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে পৃথক করেছে। রংপুর জেলার মোট আয়তন ২৪০০.৫৬ বঃকিঃ। ৮টি থানা, ৪টি সার্কেল, ২টি তদন্ত কেন্দ্র নিয়ে জেলাটি গঠিত। রংপুর জেলার প্রথম পুলিশ সুপার ARTHUR BLAIR (১৮৭৩-১৮৭৪)।

 

এক নজরে রংপুর জেলা পুলিশঃ

 

ক্রঃ নং

পদবী

নাম

১.

 পুলিশ সুপার, রংপুর

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী

২.

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর

জনাব মোঃ তরিকুল ইসলাম

৩.

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর

জনাব মোছাঃ সুলতানা রাজিয়া

৪.

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর

জনাব মোঃ ইফতে খায়ের আলম

৫.

অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল), রংপুর

জনাব হোসাইন মুহাম্মদ রায়হান

৬.

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর

জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকি

৭.

সহকারী পুলিশ সুপার (সি সার্কেল), রংপুর

 

৮.

সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল), রংপুর

জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম সেবা

৯.

রংপুর জেলা পুলিশে কর্মরত মোট পুলিশ পরিদর্শক (নিঃ)

৪১ জন

১০.

রংপুর জেলা পুলিশে কর্মরত মোট পুলিশ পরিদর্শক (সঃ)

০৮ জন

১১.

রংপুর জেলা পুলিশে কর্মরত মোট পুলিশ পরিদর্শক (শহর ও যান)

০৭ জন