Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”
বিস্তারিত

“রংপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”


𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-21.04.2024]


আজ ২১ এপ্রিল ২০২৪ খ্রি: সকাল ০৮.৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

 তিনি প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এরপর সকাল ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাল্টি পারপাস ড্রিল সেডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে উপস্থিত সকল পুলিশ সদস্যদের সরকারিভাবে প্রাপ্ত ব্যবহার্য মালামালের যত্ন, সঠিক ব্যবহার ও সংরক্ষণের জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 

এরপর সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের নানাবিধ সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। 


এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/04/2024
আর্কাইভ তারিখ
21/04/2024