রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ঐতিহ্যবাহী জনপদ। বর্তমানে এই জেলা ১৫০০৩' থেকে ২৬০০০' উত্তর অক্ষাংশ এবং ৮৮০৫৭' থেকে ৮৯০৩২' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। রংপুর জেলার উত্তরে লালমনিরহাট, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণ-পূর্বে গাইবান্ধা, উত্তর-পশ্চিমে নীলফামারী এবং দক্ষিণ-পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত। তিস্তা নদী উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে পৃথক করেছে। রংপুর জেলার মোট আয়তন ২৪০০.৫৬বঃকিঃ। ৮টি থানা,২টি সার্কেল, ৩টি পুলিশ ফাড়ী, ২টি তদন্ত কেন্দ্র জেলাটি গঠিত।
মোট জনসংখ্যা: ২৯,৯৬,৩৩৬ জন (পুরুষ- ১৫,০১,৬৪৭ ও মহিলা- ১৪,৯৪,৬৮৯)জন।
মোট ভোটার সংখ্যা: ১৯,৪৯,৬৫৩ জন (মহিলা-৯,৫৪,৪৫৩ ও পুরুষ-৯৬৫২০০)জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS