Title
“রংপুর জেলার গংগাচড়া থানার অভিযানে ২৩ বোতল ফেন্সিডিলসহ একজন আটক”
Details
*প্রেস রিলিজ-২*
তারিখঃ ০৯/১২/২০২৪ খ্রিঃ।
[Media Cell, District Police Rangpur]
“রংপুর জেলার গংগাচড়া থানার অভিযানে ২৩ বোতল ফেন্সিডিলসহ একজন আটক”
গত ০৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ২৩.০৫ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া মডেল থানাধীন ৬নং গংগাচড়া ইউপির চেংমারী কুড়িয়ার মোড় গ্রামস্থ অভিযুক্ত মোঃ শামীম মিয়া, পিতা-দুলাল মিয়ার বাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী টিনের একচালা শয়ন ঘরের পূর্ব পার্শ্বে খাটের উপরে থাকা লেপের ভাঁজের ভিতর ২৩ বোতল ফেন্সিডিল এবং তার দেহ তল্লাশী করে ১টি বাটন মোবাইল ফোন উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামাল সহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। অভিযুক্তকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।