Title
রংপুর সদর উপজেলার যৌতুকের নির্যাতনে গুরুতর জখমপ্রাপ্ত গৃহবধুর হাসপাতালে মৃত্যু মামলার মূল আসামী গ্রেফতার
Details
প্রেস রিলিজ
তারিখ: ১৬/০৫/২০২৫খ্রি:।
[Media Cell, District Police Rangpur]
রংপুর সদর উপজেলার যৌতুকের নির্যাতনে গুরুতর জখমপ্রাপ্ত গৃহবধুর হাসপাতালে মৃত্যু মামলার মূল আসামী গ্রেফতার
রংপুর জেলার কোতয়ালি থানা পুলিশ গত ১৫ মে ২০২৫খ্রি. বিকেল ১৮.৫০ ঘটিকায় মিঠাপুকুর থানাধীন ১নং খোড়াগাছ ইউনিয়নের মৌলভীগঞ্জ এলাকা হতে মিঠাপুকুর থানা পুলিশের সহায়তায় রংপুর জেলার কোতয়ালি থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ১১(ক)/৩০ মামলার মূল হোতা এজাহারনামীয় আসামী ১। মোঃ মোখলেছুর রহমান হাসু (২৯), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-কুর্শা বলরামপুর, ডাকঘর- মমিনপুর, থানা-কোতয়ালী, জেলা-রংপুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায় যে, বাদীর মেয়ে মোছাঃ আশা মনি (২২)'র বিগত ৪ বছর পূর্বে পারিবারিকভাবে ইসলামী শরীয়া মোতাবেক এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মোখলেছুর রহমান হাসুর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরসে একটি কন্যা সন্তান হয়। বিবাহের পর থেকে আসামী মোখলেছুর রহমান হাসু সহ এজাহারনামীয় অপরাপর পলাতক আসামীগন একে অপরের যোগসাজসে বাদীর মেয়েকে তার পিতার নিকট হতে যৌতুক বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বাদী বিষয়টি অবগত হলে মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন তারিখ ও সময় আসামী মোখলেছুর রহমান হাসুকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ প্রায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মূল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র প্রদান করেন। কিন্তু গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর পলাতক আসামীগণ আরও যৌতুক পাওয়ার আশায় বাদীর মেয়ের উপর নির্যাতন করতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিনগত ৩১/০৩/২০২৫ তারিখ রাত্রী আনুঃ ১১.০০ ঘটিকার সময় বাদীর মেয়ে এজাহারনামীয় আসামীগণের বাড়ীতে অবস্থানকালে গ্রেফতারকৃত আসামী হাসু বাদীর মেয়েকে যৌতুকের ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এনে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মেয়ে আশামনি টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে আসামী মোখলেছুর রহমান হাসু বাদীর মেয়ে আশামনির উপর ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামী মোখলেছুর রহমান হাসু তার হাতে থাকা দেশীয় তৈরী ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মেয়ে আশামনির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম কয়ে। সংবাদ পেয়ে বাদী তার পরিবারের লোকজন আসামীগণের বাড়ীতে উপস্থিত হয়ে ভিকটিমকে শুরুতর জখম অবস্থায় উদ্ধার পূর্বক অজ্ঞাতনামা মাইক্রোবাস যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ভিকটিম আশামনি গত ৩১/০৩/২০২৫ তারিখ হতে ৩০/০৪/২০২৫ তারিখ পর্যন্ত এক মাস চিকিৎসাধীন থাকাবস্থায় ৩০/০৪/২০২৫ তারিখ সকাল আনুঃ ০৭.০০ ঘটিকায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন। ন্যায় বিচারের স্বার্থে মামলাটির সুষ্ঠ তদন্ত শেষে যথাসময়ে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।