প্রেস রিলিজ
ইউনিট:- জেলা পুলিশ, রংপুর।
তারিখ:- ১৯ মে ২০২৫ খ্রি.।
[Media Cell, District Police Rangpur]
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য ১৯ মে ২০২৫ খ্রিঃ রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিকেল ১৫:০০ ঘটিকায় Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব মো: মারুফাত হুসাইন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়। তিনি বলেন যে, মান্যবর আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হবে। যে সকল প্রার্থী শারীরিকভাবে যোগ্য এবং অন্যান্য সকল ইভেন্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই নিজ যোগ্যতায় কনস্টেবল পদে নিয়োগ পাবেন। নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।
তিনি আরো বলেন টিআরসি পদে প্রার্থীগণের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য এবং কোন প্রতারক বা দালাল চক্র সংক্রান্তে কোন তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য আহবান জানান।
এসময় ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর; জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) গাইবান্ধা; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; জনাব মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল), কুড়িগ্রাম; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর মহোদয়সহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS