Title
”মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশ রংপুর এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন"
Details
”মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশ রংপুর এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন"
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-21.02.2025]
আজ ২১ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫
উপলক্ষে জেলা পুলিশ, রংপুরের পক্ষে জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুরের টাউন হল প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
১৯৫২ সালের এই দিনে বাঙালির মায়ের ভাষা বাংলাভাষার জন্য ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো বাংলার বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে আত্মোৎস্বর্গ করেছিলেন। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।