Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
“রংপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”
Details
“রংপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-05.01.2025]
আজ ০৫ জানুয়ারি ২০২৫ খ্রি: সকাল ০৮:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম মহোদয় সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
 তিনি প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন। 
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),  জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ  ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।
Images
Attachments
Publish Date
05/01/2025
Archieve Date
10/01/2025