Title
“রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন অভিযুক্ত নারী আটক”
Details
*প্রেস রিলিজ*
তারিখঃ ৩০/১২/২০২৪ খ্রিঃ।
[Media Cell, District Police Rangpur]
“রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন অভিযুক্ত নারী আটক”
আজ ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকায় রংপুর জেলা ডিবি পুলিশের এসআই(নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলী মৌজাস্থ পূর্ব ইচলী গ্রামের জনৈক আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপর একটি অটোবাইকে আসা যাত্রীবেশী অভিযুক্ত নারী ১। মোছাঃ ফাতেমা বেগম (রোজিনা) (২৫), স্বামী- মোঃ তুষার মিয়া, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-বড়বিল আদর্শপাড়া, ৩নং বড়বিল ইউপি, থানা-গংগাচড়া, জেলা-রংপুরকে বিধি মোতাবেক নারী ডিবি পুলিশ দ্বারা তল্লাশি করে তার পরিহিত বোরখার নিচে কোমরের উপরে শরীরের সাথে সাদা রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা স্কচটেপ দ্বারা প্যাঁচানো তথা বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৫০০ (পাঁচশত) গ্রাম কথিত গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। অভিযুক্তকে আটক পূর্বক জব্দকৃত মালামালসহ থানায় এসে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।