Title
“রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধারসহ একজন আটক”
Details
*প্রেস রিলিজ*
তারিখঃ ০৯/০১/২০২৫ খ্রিঃ।
[Media Cell, District Police Rangpur]
“রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধারসহ একজন আটক”
গত ০৮ জানুয়ারি ২০২৫ রাত্রি ২০:০৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন পূর্ব ইচলী মৌজাস্থ মহিপুর ব্রীজের ২০০ ফুট উত্তরে জনৈক নুর ইসলামের খাবারের হোটেলের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর কাকিনার দিক থেকে আসা একটি অটোবাইকের পিছনের সিটে বসা যাত্রীবেশী অভিযুক্ত ১। মোঃ সুমন (২৮), পিতা- মোঃ নজু মিয়া, মাতা- মোছাঃ নেছামন, সাং- শান্তিগঞ্জ ঈদগা মাঠের পাশে, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট এর হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৫টি পোটলায় মোট ২(দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ রংপুর