Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"রংপুর জেলা পুনাক কর্তৃক কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন"
Details
"রংপুর জেলা পুনাক কর্তৃক কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন"
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹. [𝐃𝐀𝐓𝐄-21.02.2025]
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুর জেলা পুনাকের সম্মানিত সভানেত্রী জনাব রেবেকা সুলতানা মহোদয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ খোশনেয়ারা বেগম, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর ও সহ-সভানেত্রী পুনাক, রংপুর; জনাব মোছাঃ মাসুমা খানম, সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর মহোদয়সহ পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যগণ।
Images
Attachments
Publish Date
21/02/2025
Archieve Date
28/02/2025