Title
"রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি আটক”
Details
*প্রেস রিলিজ*
তারিখ: ১৫/০২/২০২৫খ্রি:।
[Media Cell, District Police Rangpur]
"রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি আটক”
১। আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ০৯:১০ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি'র পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক আরিফের হার্ডওয়্যার দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপরে কালীগঞ্জের দিক থেকে আসা একটি পুরাতন নীল রংয়ের পিকআপ আটক পূর্বক অভিযুক্ত চালক ১। শ্রী বিপুল চন্দ্র রায়, পিতা- মৃত বিমল চন্দ্র রায়, সাং- বানাইল, ওয়াবদা পাড়া (উত্তর পাড়া), থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া'র সীটের নিচ হতে বিশেষ কায়দায় রক্ষিত ২ (দুই) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর ধৃত অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক মামলা রুজু করা হয়।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।