Title
"রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারি আটক”"
Details
*প্রেস রিলিজ*
তারিখ: ১৬/১২/২০২৪খ্রি:।
[Media Cell, District Police Rangpur]
"রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারি আটক”
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২:১৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র এসআই মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ পূর্ব ইচলি গ্রামের জনৈক মোঃ আঃ জলিলের টং দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপরে তল্লাশি অভিযান করাকালে পায়ে হেঁটে আসা অভিযুক্ত ১। মোঃ লেলিন (২৬), ২৷ মোঃ স্বপন মিয়া (৩৪), উভয়ের পিতা- মোঃ আনারুল মিয়া, সাং- লালবাগ শান্তিবাগ (বালাপাড়া), থানা- কোতোয়ালি মেট্রো, আরপিএমপি, রংপুরদ্বয়কে আটক পূর্বক বিধি মোতাবেক দেহ তল্লাশি করে ১নং অভিযুক্তের পরিহিত গেঞ্জির নিচে কোমরের উপরে শরীরের সাথে সাদা রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা কসটেপ দ্বারা প্যাঁচানো বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২(দুই) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে। অতঃপর অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।