Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"রংপুর জেলা ডিবি'র অভিযানে মোট ১৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক”
Details
*প্রেস রিলিজ*
তারিখ: ০৩/০৩/২০২৫খ্রি:।
[Media Cell, District Police Rangpur]
"রংপুর জেলা ডিবি'র অভিযানে মোট ১৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক”
 আজ ০৩ মার্চ ২০২৫ খ্রিঃ বেলা ১৫:১০ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপিস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর তারাগঞ্জ মোর নামক স্থানের জনৈক রাজ্জাকের চায়ের দোকানের সামনে একটি পুরাতন লাল-কালো রংয়ের অটোরিকশা আটক পূর্বক অভিযুক্ত চালক ১। মোঃ রায়হান (২৫), পিতা- মোঃ নুরুল আমিন, সাং-এরশাদনগর, ব্লক-২, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর, জেলা-রংপুরকে বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্ত চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের ছোট বক্সের ভিতরে ভিটা-সি প্যাকেটের ভিতরে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪ পাতা ভিটা-সি টয়াবলেট, ০১টি আমলকি প্লাস সিরাপের প্যাকেট, ০২ প্যাকেট এসএমসি ফ্রুটি (২০*২)=৪০টি, একটি তুলশি সিরাপের প্যাকেট উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ ঘটনায় মিঠাপুকুর  থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। 
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।
Images
Attachments
Publish Date
03/03/2025
Archieve Date
13/03/2025