Title
"রংপুর জেলা ডিবি'র অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজন অভিযুক্ত আটক ও ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান"
Details
*প্রেস রিলিজ*
তারিখ: ০২ জানুয়ারি ২০২৪
[Media Cell, District Police, Rangpur]
"রংপুর জেলা ডিবি'র অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজন অভিযুক্ত আটক ও ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান"
আজ ০২ জানুয়ারি ২০২৪ রংপুর জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র জেলার মিঠাপুকুর থানাধীন ১০নং বালুয়া মাসিমপুর ইউপি'র চৌধুরী গোপালপুর গ্রামস্থ জনৈক প্রতুল রায় চৌধুরীর আলু ক্ষেতের ভিতর হতে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ আসাদুল হক (৪০), পিতা- মোঃ একতার আলী, সাং- সাগোয়ান ঘুন্টি, পোস্ট- মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী'কে আটক পূর্বক আলামত জব্দপূর্বক ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করলে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ধৃত অভিযুক্তকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।