Title
"রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের অভিযানে মাইক্রোবাসসহ ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার ও মামলা রুজু"
Details
*প্রেস রিলিজ*
তারিখ: ০৩/০২/২০২৫খ্রি:।
[Media Cell, District Police Rangpur]
"রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের অভিযানে মাইক্রোবাসসহ ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার ও মামলা রুজু"
গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ২২:১০ ঘটিকায় রংপুর জেলা কাউনিয়া থানার এসআই/ মোঃ সাহানুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ী মৌজাস্থ কুড়িগ্রাম/লালমনিরহাট টু রংপুরগামী জনৈক আব্দুল হাকিমের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর তিস্তা ব্রীজের দিক থেকে আসা একটি পুরাতন ব্যবহৃত সুপার জিএল মাইক্রোবাস যার রেজি: নং- ঢাকা মেট্রো-ম-১১-০৭১৭ থামানোর জন্য সংকেত দিলে অজ্ঞাতনামা অভিযুক্ত চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাইক্রোবাসটি থামিয়ে অন্ধকারে পালিয়ে যায়। সঙ্গীয় ফোর্সসহ এসআই সাহানুর উক্ত মাইক্রোবাসটির চালককে ধৃত করার চেষ্টা করে ব্যর্থ হলে পুনরায় ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় একটি পোটলার ভিতর লাল পলিথিনে মোড়ানো, পাটের সুতলী দিয়ে বাঁধা ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে পলাতক অজ্ঞাতনামা মাদক কারবারি চালকের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক মামলা রুজু করা হয়।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।