প্রেস রিলিজ
ইউনিট: জেলা পুলিশ, রংপুর।
তারিখ: ০৬ জুলাই ২০২৫ খ্রি.।
𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, 𝑫𝑰𝑺𝑻𝑹𝑰𝑪𝑻 𝑷𝑶𝑳𝑰𝑪𝑬, 𝑹𝑨𝑵𝑮𝑷𝑼𝑹
রংপুরে কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি -২০২৫ এর নির্বাচিতদের সংবর্ধনা
আজ ০৬ জুলাই ২০২৫ খ্রি: সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রংপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা প্রদান করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম মহোদয়। এসময় তিনি চূড়ান্তভাবে নির্বাচিত কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে তোমাদের নির্বাচিত করা হয়েছে। তাই তোমাদেরকেও দেশের জন্য মন প্রাণ উজাড় করে কাজ করতে হবে, দেশের মানুষের সেবা করতে হবে, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকলে একসাথে নৈশভোজে অংশহন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুরসহ রিজার্ভ অফিস ও পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দ।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস